লিভার ক্যানসার সাধারণত হয় হেপাটাইটিস বি ও সি ভাইরাসের কারণে। জ্বর আসা, লিভারের দিকটা ফুলে যাওয়া, হঠাৎ কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ইত্যাদি লিভার ক্যানসারের অন্যতম কারণ।
লিভার ক্যান্সার (Liver cancer) এর অপর নাম হেপাটিক ক্যান্সার (Hepatic cancer) ও প্রাইমারি হেপাটিক ক্যান্সার (primary hepatic cancer), একে বাংলায় যকৃতের ক্যান্সার বলে। যকৃৎ ক্যান্সারের উৎপত্তি যকৃতেই হয়।[১] অন্য অঙ্গ থেকে ক্যান্সার কোষ লিভারে ছড়ালে তাকে লিভার মেটাস্টাসিস বলে।[২] লিভার ক্যান্সারে বক্ষপিঞ্জরের নিচে ডানপাশে দলা বা ব্যথা অনুভূত হয়।অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে জন্ডিস, ওজন কমে যাওয়া, দুর্বলতা, পেটে পানি জমা (অ্যাসাইটিস), অল্প আঘাতেই ত্বকে ব্রুইস বা রক্ত জমে কালচে দাগ পড়া ইত্যাদি।
লিভার ক্যানসার আসলে সমস্যা ছাড়াও আসতে পারে। আর সেটাই চিকিৎসা করার জন্য ভালো সময়। কিন্তু কিছু রোগীর মধ্যে লিভার সিরোসিস বা অগ্রবর্তী লিভার সিরোসিস, কিংবা অগ্রবর্তী লিভার ক্যানসার বৃদ্ধি করে যায়, তাহলে রোগী অনেক জটিল কিছু লক্ষণ নিয়ে আসতে পারে। জটিল লক্ষণগুলোর মধ্যে তার জ্বর থাকতে পারে। পেটের ডান দিকে ব্যথা থাকতে পারে। তার পেট বড় হয়ে যেতে পারে পানির কারণে। কিংবা পেটের ওপরের ডান দিকে লিভারের জায়গায় একটি টিউমার জাতীয় কোনো ফোলা নিয়ে আসতে পারে। তারপরও যদি আরো অগ্রবর্তী পর্যায়ে আসে, রক্ত পায়খানা, রক্তবমি এবং শুকিয়ে যাওয়া, ক্ষুধামান্দ্য, একদম শুকিয়ে যায়-এগুলো লক্ষণ নিয়েও আসতে পারে।