স্বাস্থ্য সংবাদ
চায়নার হার্টের দুটি ভাল্বই নষ্ট, জরুরী চিকিৎসায় সাহায্য প্রয়োজন
॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, চায়না বেগমের (৩৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর হার্টের দু’টি ভাল্বই নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে ভাল্ব প্রতিস্থাপন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু চায়না বেগমের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নড়াইলের লোহাগড়া উপজেলাধীন ঝাউডাঙ্গা গ্রামে […]
॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, চায়না বেগমের (৩৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর হার্টের দু’টি ভাল্বই নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে ভাল্ব প্রতিস্থাপন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু চায়না বেগমের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নড়াইলের লোহাগড়া উপজেলাধীন ঝাউডাঙ্গা গ্রামে তাঁর বাড়ি। তাঁর স্বামী গোঃ গোলাম নবী একজন দিনমজুর।
টাকার অভাবে চায়না বেগমের চিকিৎসা বন্ধ রয়েছে। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। সহায়সম্পত্তি বলতে ভিটেমাটি ছাড়া কিছুই নেই। এমতাবস্থায়, চায়না বেগমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার।
অসহায় চায়না বেগমের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯১৪৬৮২৭৩৩ ও ০১৭১৮৯৪৫৯২৪।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-খান জাহান আলী, সোনালী ব্যাংক, কাওরানবাজার শাখা, ঢাকা, হিসাব নং ৩৪০৩৫৩৪২।
