Connect with us

স্বাস্থ্য সংবাদ

মধ্য আফ্রিকায় ওষুধ পাঠাবে এপেক্স ফার্মা

Published

on

এপেক্স ফার্মাকে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সনদ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষ বোর্ড ‘ডিরেক্টরেট অব ফার্মেসি অ্যান্ড মেডিসিন’। এর মাধ্যমে মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানির সুযোগ পাচ্ছে দেশের ওষুধ কোম্পানিটি।

সম্প্রতি রাজধানীতে এপেক্স ফার্মার মার্কেটিং বিভাগের প্রধান মো. সায়িদ হোসেনের হাতে সনদপত্রটি তুলে দেন কঙ্গোর বাংলাদেশ কন্স্যুলেটের অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল ও নাজির আলম। এপেক্স ফার্মার পরিচালক দিলিপ কাজুরী এ সময় উপস্থিত ছিলেন।

অনারারি কনসাল নাজির আলম বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন থেকেই বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি করলেও মধ্য আফ্রিকায় সেটা সম্ভব হচ্ছিল না। কঙ্গো প্রজাতন্ত্রের ‘ডিরেক্টরেট অব ফার্মাসি অ্যান্ড মেডিসিন’-এর কাছ থেকে এপেক্স ফার্মা জিএমপি সনদপত্রটি পাওয়ায় সেই বাধা দূর হলো। এখন চাইলেই মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানি করা যাবে।

Continue Reading
Advertisement