Connect with us

স্বাস্থ্য সংবাদ

রাজধানীতে সম্প্রীতি বাংলাদেশের ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি

Published

on

সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ডেঙ্গুবিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ডেঙ্গু সম্পর্কে নিজে সচেতন হোন, ঈদে বাড়ি গিয়ে অন্যদেরকেও সচেতন করুন, সবাই মিলে সুস্থ থাকুন’- স্লোগানে আয়োজিত ওই বুধবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে অসংখ্য যাত্রীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচিটি শুরু হয়। এ সময় সম্প্রীতি বাংলাদেশের কর্মসূচিতে ঢাকা সিটি কর্পোরেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মীরাও উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের পাশাপাশি উপস্থিত সকল খালি বাসে মশা নিধনের স্প্রে প্রদান করেন। যাত্রীদের স্বাস্থ্যের ক্ষতির কথা চিন্তা করেই এক ঘন্টা পূর্বে খালি স্প্রে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, , শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক -অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং সাবেক তথ্য সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন প্রমূখ।

https://www.youtube.com/watch?v=-Ro0Ki37Za8

 

Advertisement

ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম সম্প্রীতি বাংলাদেশ এর ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক এই কর্মসূচিটির ভূয়ষী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন।’

সংগঠনটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলা সম্প্রীতি বাংলাদেশ যেকোন সংকটে এদেশের মানুষের পাশে অতীতেও ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত পোষণ করে বলেন, নিজে ডেঙ্গু সম্পর্কে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নির্মূল অনেকাংশে সম্ভব। ঈদে বাড়ি গিয়ে অন্যদের সচেতনতার ব্যাপারে তিনি অধিকতর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ঢাকার উত্তর-দক্ষিণ মেয়র মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে ডেঙ্গু নির্মূলের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এডিস মশা নির্মূল শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, প্রত্যেক নাগরিক এর দায়িত্ব। জনগণ সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নির্মূল সম্ভব।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর19 hours ago

প্রতি ১০ জনের মধ্যে ৪ শিশুর রক্তে উদ্বেগজনক সীসা

বাংলাদেশের প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনের রক্তে উদ্বেগজনক সীসা পাওয়া গেছে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮...

প্রধান খবর4 days ago

প্রতিটি মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ গড়ে তোলার দাবি

দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল ইনজুরি বা দীর্ঘস্থায়ী ব্যথাজনিত রোগে আক্রান্ত মানুষদের জীবনে নতুন করে দাঁড়ানোর পথ তৈরি করে ফিজিক্যাল মেডিসিন ও...

নির্বাচিত4 days ago

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য...

Advertisement