৪
স্টাফ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, অসহায় মামুন শেখের (২৮) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি কোমরের জটিল সমস্যায় ভুগছেন। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। জরুরী ভিত্তিতে বিদেশে গিয়ে তাঁকে উন্নত চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু মামুনের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে। মামুনের পিতাও একজন প্যারালাইজড রোগী। এমতাবস্থায়, মামুনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। মামুনের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৩২০৮০১৬৭। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ মামুন শেখ, সোনালী ব্যাংক, নগর ভবন শাখা, ঢাকা, হিসাব নং ১০৪৩০৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।