Home স্বাস্থ্য সংবাদশিশুদের কানের যত্নে করণীয়

শিশুদের কানের যত্নে করণীয়

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

আপনার বাচ্চা ঠিকমতো শুনতে পাচ্ছে? তার কানে কোনো সমস্যা আছে কিা? এ প্রশ্নগুলোর উত্তর জানার জন্য শিশুদের নিয়মিত কান পরীক্ষা করা উচিত। প্রায়ই দেখা যায়, কানের সমস্যার কারণে শিশুরা শ্রেণীকক্ষে ঠিকমতো শিক্ষকের কথা শুনতে পায় না এবং এর প্রভাব পরে পরীক্ষার ফলাফলে।
এ ছাড়া যেসব মা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান এবং কর্মজীবী যেসব মা বোতলে ভরে বাচ্চাদের দুধ পান করান তাঁদের দুধ খাওয়ানোর সময় অবশ্যই অতিরিক্ত কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। লক্ষ রাখতে হবে, দুধ খাওয়ানোর সময় বাচ্চার মাথা যেন একদম শোয়া অবস্থায় না থাকে; অর্থাৎ বুক ও পিঠের তুলনায় মাথা সব সময় যেন কিছুটা উঁচুতে থাকে_এটা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বাচ্চাদের ঠাণ্ডা লাগা বা হাঁচি, কাশি একটুও অবহেলা করা উচিত নয়। কারণ নাক দিয়ে অনবরত পড়া পানির কারণে কানের ইউস্টেশিয়ান নালি ছিঁড়ে যেতে পারে। আবার কখনো কখনো টনসিলের ব্যথার কারণেও বাচ্চাদের কানে ব্যথা হতে পারে। এ জন্য দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

You may also like