প্রধান খবর

‘দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে’

Published

on

দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (৩ মে) সকালে নাটোরের সিংড়া দমদমা পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষুক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করে আজকের এই চিকিৎসাসেবার পথ উন্মুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথ অনুসরণ করে দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিক চালু করেন; যার বর্তমান সংখ্যা ১৬ হাজার।’

তিনি আরও বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে ভালো ডাক্তার যাতে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে পারেন, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। তিনি এসব চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা নিশ্চিতেও নির্দেশনা দিয়েছেন।’

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে চক্ষুক্যাম্পটির আয়োজন করে রোটারি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এবং রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল। এতে অন্যের মধ্যে বক্তব্য রাখেন– সাবেক সেনাপ্রধান লে. জে. এম হারুন-অর-রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ।

Trending

Exit mobile version