Connect with us

স্বাস্থ্য সংবাদ

উচ্চ রক্তচাপ/ হাইপারটেনশন এর রোগীদের জন্য পরামর্শ

উচ্চ রক্ত চাপে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা দেওয়া হলো- ১. উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনে রাখুন। ২. পরামর্শ পত্রে প্রদত্ত অসুধ নিয়মিত সেবন করুন। ৩. প্রতিদিন হাটুন অথবা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রনে রাখুন। ৪. ধুমপান, জর্দা, তামাক পাতা, গুল পরিহার করুন।Advertisement ৫. দুঃশ্চিন্তা মুক্ত থাকুন। ৬. ডায়াবেটিস ও কিডনি রোগ থাকলে তার চিকিৎসা […]

Published

on

উচ্চ রক্ত চাপে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা দেওয়া হলো-

১. উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনে রাখুন।

২. পরামর্শ পত্রে প্রদত্ত অসুধ নিয়মিত সেবন করুন।

৩. প্রতিদিন হাটুন অথবা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রনে রাখুন।

৪. ধুমপান, জর্দা, তামাক পাতা, গুল পরিহার করুন।

Advertisement

৫. দুঃশ্চিন্তা মুক্ত থাকুন।

৬. ডায়াবেটিস ও কিডনি রোগ থাকলে তার চিকিৎসা করুন ও নিয়ন্ত্রনে রাখুন।

খাদ্য নির্দেশনাঃ

বাদ দিতে হবেঃ
কোলেস্টেরলযুক্ত এবং সমৃদ্ধ চর্বি (saturated fat) যুক্ত খাবার যেমন – ডিমের কুসুম, কলিজা, মাছের ডিম, খাসি বা গরুর চর্বিযুক্ত মাংস, হাস-মুরগীর চামড়া, হাড়ের মজ্জা, ঘি, মাখন, ডালডা, মার্জারিন, গলদা চিংড়ি, নারিকেল এবং উল্লেখিত এসব দ্বারা তৈরী খাবার।

বেশী করে খেতে হবেঃ
আশ যুক্ত খাবার- যেমন সবধরনের শাক, সবজি-বিশেষত খোসা সহ সবজি যেমন ঢেড়স, বরবটি, সিম ইত্যাদি, সব ধরনের ডাল, টক জাতীয় ফল বা খোসা সহ ফল ইত্যাদি। উপকারী চর্বি ও অসম্পৃক্ত চর্বি (unsaturated fat) জাতীয় খাবার বেশী করে খেতে হবে- যেমন সব ধরনের সামুদ্রিক মাছ, ছোটো মাছ, উদ্ভিজ তেল (কর্ণ অয়েল, সানফ্লাওয়ার অয়েল,সয়াবিন অয়েল, সরিষার তেল ইত্যাদি)।

Advertisement

হিসাব করে খেতে হবেঃ
শর্করা জাতীয় খাবার যেমন ভাত, আলু, রুটি ইত্যাদি।

মিষ্টি জাতীয় ফল যেমন পাকা আম, পাকা পেপে, পাকা কলা ইত্যাদি।

দুধ ও দুধের তৈরী খাবার।

অতিরিক্ত লবন খাওয়া যাবেনা, পাতে লবন ও নোনতা খাবার পরিহার করতে হবে।

খাওয়া যাবেনাঃ

Advertisement

বিভিন্ন ধরনের ফাস্ট ফুড (fast food), কেক, পুডিং, আইসক্রিম,বোতল জাত কোমল পানীয় ইত্যাদি।

এছাড়া কোনো রোগীর যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তাকে ডায়াবেটিসের খাদ্য তালিকাও এর সাথে মেনে চলতে হবে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন1 week ago

শীতে রোগবালাই বাড়ে কেন?

শীতের সময় বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়। এর মধ্যে সর্দি কাশি, হাঁপানি ইত্যাদি রোগ বৃদ্ধি পায়। আজ ৬ জানুয়ারি এনটিভির...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 week ago

‘মেনোপজ’ পুরুষদেরও হয়! কোন বয়সে এই সমস্যা দেখা দিতে পারে? লক্ষণই বা কী?

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে ‘মেনোপজ’ হয়, সেটা অনেকেরই অজানা। ঋতুবন্ধের মতো অ্যান্ড্রোপজ...

প্রধান খবর1 week ago

শূন্যপদে নিয়োগ, সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া ও অব্যবহৃত আধুনিক অবকাঠামো...

Advertisement