Home জেনে রাখুন, সুস্থ থাকুনকান পাকা রোগের লক্ষণ ও চিকিৎসা

কান পাকা রোগের লক্ষণ ও চিকিৎসা

https://www.youtube.com/watch?v=izmMXlxFgl8

কান পাকা,কানে পুঁজ জমা,কানের পর্দা ফুটো,কানের সর্দি রোগের চিকিৎসা।

কান পাকা একটি বড় সমস্যা। সাধরণত কান দিয়ে অনেকেরই পানি, পুঁজ পড়ে থাকে। এতে করে পোহাতে হয় নানারকম দুর্ভোগ এবং অস্থিরতা। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা নিলে কান পাকা দ্রুত ভালো করা যায়।

কান পাকা রোগ কেন হয়? কান পাকা রোগ হলে কি করবেন, কি করবেন না

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকা
যোগাযোগ:
ইমপালস্ হাসপাতাল
৩০৪/ই, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
ফোন: ০২৯৮৩১০৩৪-৪৩, মোবাইল: ০১৭১৪০৭৪০২৭

You may also like