Home জেনে রাখুন, সুস্থ থাকুনশুধু শারীরিক সম্পর্কের মাধ্যমেই কি এইডস ছড়ায়?

শুধু শারীরিক সম্পর্কের মাধ্যমেই কি এইডস ছড়ায়?

by ডা. আয়শা আক্তার

ধুমধামে এবারের এইডস দিবস সম্পন্ন হয়েছে। এইডস দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’। এই রোগ সম্পর্কে সমাজে বহু মিথ প্রচলিত আছে।

শারীরিক সম্পর্ক ছাড়াও একাধিক কারণে কেউ এইচআইভি (HIV) পজেটিভ হতে পারে। এইডসের জন্য দায়ী ‘হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস’।

( HIV) নামের রেট্রোভাইরাস। মানুষের রক্ত ও রক্তরস এ একমাত্র বেঁচে থাকে এই ভাইরাস। শারীরিক সম্পর্ক ছাড়াও অন্য মাধ্যমে এইডস রোগ ছড়িয়ে পড়তে পারে। যেমন-

১. ইনজেকশন নেওয়ার সময় নতুন সিরিঞ্জ ও সূচ ব্যবহার করা না হলে দ্রুত এই ভাইরাস অন্যের শরীরে প্রবেশ করতে পারে।

২. বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর দেহে মায়ের কাছ থেকে এই ভাইরাস প্রবেশ করতে পারে, যদি অন্ত:সত্ত্বা মা এইচআইভি ( HIV) ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে থাকেন তাহলে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

৩. এইচআইভি দিয়ে আক্রান্ত ব্যক্তিদের মাড়ির ক্ষত ও দেহের ক্ষত থেকে নিঃসৃত লালা ও রস থেকে এই ভাইরাস ছড়াতে পারে।

এইচআইভি মানবদেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থে (রক্ত, বীর্য, বুকের দুধ) বেশি থাকে। ফলে, মানব দেহের এই তরল পদার্থগুলো আদান-প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে।

লেখক: ডা. আয়শা আক্তার, উপপরিচালক, ২৫০ শয্যার টিবি হাসপাতাল।

You may also like