Home নির্বাচিতকরোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে ইরানের টিকা কার্যকর

করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে ইরানের টিকা কার্যকর

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে ইরানের তৈরি টিকা কার্যকর বলে দাবি করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইরানের টিকা উৎপাদনকারী দলের কর্মকর্তা ড. হাসান জালিলি গতকাল শনিবার দাবি করেছেন, ইরানের তৈরি ‘কোভইরান বারাকাত’ নামের ওই টিকার দুই ডোজ দেওয়ার পর স্বেচ্ছাসেবকদের রক্তের নমুনা পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল দেখা গেছে।

ড. জালিলির দাবি, পরীক্ষায় দেখা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের রক্তের প্লাজমা যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম।

ইরানের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্সের জ্যেষ্ঠ সদস্য মিনু মোহরাজ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটির নমুনা দিয়েছিল, যেটি ৭০ শতাংশেরও বেশি সংক্রামক। এবং কোভইরান বারাকাত টিকা নেওয়া প্রথম তিনজনের রক্তের প্লাজমা পরীক্ষা করে যায়, তা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে।’

ইরানে গত ২৯ ডিসেম্বর তিনজনের শরীরে কোভইরান বারাকাত নামের ওই টিকা প্রয়োগ করা হয়। এরপর এখন পর্যন্ত ৩২ জনের শরীরে অন্তত এক ডোজ করে টিকা দেওয়া হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, ইরানে জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার ‘স্পুটনিক ভি’ টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ওই টিকার প্রথম ডোজ আগামী সপ্তাহে ইরানে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। এ ছাড়া চীন ও ভারতের সঙ্গেও টিকা নেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান।

You may also like