পরিবেশবান্ধব শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: শিল্পমন্ত্রী

পরিবেশবান্ধব শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: শিল্পমন্ত্রী
পরিবেশবান্ধব শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: শিল্পমন্ত্রী
নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, খাদ্যে স¡য়ংসম্পূর্ণতা অর্জন ও পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য দেশে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে। বিশ্বের অনেক দেশ জৈব প্রযুক্তির সফল  প্রয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার আধুনিকায়নের পাশাপাশি শিল্পায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে।

শিল্পমন্ত্রী আজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “তৃতীয় জাতীয় বায়োটেকনোলজিস্ট কংগ্রেস ২০১২” এর উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশের বিভিন্ন সেক্টরের জৈব প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে শিল্প মন্ত্রণালয় থেকে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান।

দেশের তরুণ জৈব প্রযুক্তিবিদদের কেন্দ্রীয় সংগঠন ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ (ইয়ংবিবি) এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ যৌথভাবে এ কংগ্রেস আয়োজন করে।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, ড. জেবা ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. ইয়াসমিন হক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, কংগ্রেস সমন¡য়কারী আবুল মহিন সজীব এবং ইয়ংবিবি`র  আহ্বায়ক মুসতাক ইবনে আইয়ুব বক্তৃতা করেন।

শিল্পমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে জৈব প্রযুক্তির সুফল কাজে  লাগাতে মহাজোট সরকার অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্স (এপিআই) শিল্পপার্ক গড়ে তুলছে। বাংলাদেশ এরইমধ্যে  লবণ সহিষ্ণু ধান  জাত উদ্ভাবন, পাটের  জন্ম রহস্য উদঘাটনে জুট জেনোম প্রকল্প  বাস্তবায়ন ও চিকিৎসা সেবায় ডিএনএ প্রোফাইলিং এর ব্যবহারে সফল হয়েছে।

পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি রাষ্ট্রায়ত্ত চিনিকলে মোলাসেস থেকে  বায়োফুয়েল উৎপাদনের পাইলট প্রকল্পের সফল  বাস্তবায়নের দৃষ্টান্ত তুলে ধরেন।

দেশে শিল্পায়নের ক্ষেত্রে নিজেদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে তিনি তরুণ জৈব  প্রযুক্তিবিদদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় বায়োটেকনোলজিস্ট কংগ্রেস উপলক্ষে ইয়ংবিবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল বৈজ্ঞানিক সেমিনার, গবেষণাপ্রবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি ভিত্তিক ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা, বিজনেস বায়োটেকনোলজি সেশন, মিট দ্য পারসনালিটি, বায়োঅলিম্পিয়াড, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বায়োটিকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক,  শিক্ষার্থী ও তরুণ জৈব প্রযুক্তিবিদরা এতে অংশ নেন।

Exit mobile version