পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ

পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ
পরিবেশ রক্ষা সরকারের মূলধারার কাজ: হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বর্তমান সরকারের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জলবায়ূ পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত করেছে।”

 
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জলবায়ু সহিষ্ণু পদক্ষেপ গ্রহণে গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিডব্লিউসিসিআই) উদ্যোগে রেন অ্যান্ড কমনওয়েলথ অফস ইউকে’র সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
ড. হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করে আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনজনিত আলোচনায় আগ্রহী সকল পক্ষকে অন্তর্ভুক্ত করেছে।”
পরিবেশ ও বনমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমগ্র মানবজাতি হুমকির সম্মুখীন উল্লেখ করে এ সময়ে ডব্লিউসিসিআই’র উদ্যোগকে সময়োপযোগী বলে সাধুবাদ জানান। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিডব্লিউসিসিআই’র সকল প্রচেষ্টাতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন।
বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র  (বিডব্লিউসিসিআই)  প্রেসিডেন্ট সেলিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন নারী উদ্যোক্তা, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, দাতা সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং উইম্যান চেম্বারের পরিচালনা পরিষদের ও সাধারণ পরিষদের সদস্যরা বক্তৃতা করেন
সভাপতির বক্তৃতায় সেলিমা আহমেদ নারী উদ্যোক্তাদের বিকশিত করার ক্ষেত্রে সরকারকে আরো প্রকল্প গ্রহণের পাশাপাশি অন্তত ১০ কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দের দাবি জানান।
Exit mobile version