চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক শেখ বখতিয়ার উদ্দিন ডেটাবেজটির সম্পাদনা করেছেন। উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি মোকতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন একই বিভাগের শিক্ষক এম আতিকুর রহমান, চিকিৎসক ও ডেটাবেজের উপদেষ্টা জাহাঙ্গীর কবির ভূঁইয়া।
বক্তারা বলেন, উপমহাদেশে ভেষজ চিকিৎসা অনেক পুরোনো। প্রথাগতভাবে দেশের বিভিন্ন চিকিৎসাব্যবস্থায় ওষধি উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে। ওষধি উদ্ভিদের পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম থাকায় বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এ ডেটাবেজে বাংলাদেশের প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এতে প্রতিটি উদ্ভিদের তত্ত্বীয়-স্থানীয়-উপজাতীয় ইংরেজি নাম, পরিবার এবং উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা আছে। এ ছাড়া উদ্ভিদে প্রাপ্ত রাসায়নিক উপাদান ও ওষধি গুণাগুণ এবং বাংলাদেশে এর প্রাপ্তিস্থান দেওয়া হয়েছে। ওয়েবসাইটে উদ্ভিদতাত্ত্বিক ও ভেষজ উদ্ভিদের ওপর দুটি অভিধান সংযোজন করা হয়েছে।