স্বাস্থ্য বিষয়ক রিপোর্টের জন্য তিন সাংবাদিককে অ্যাওয়ার্ড-২০২৪ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিডিএফের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ।
তিনি জানান, এবার তিন জন সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক রিপোর্টের জন্য বিডিএফ অ্যাওয়ার্ড পাচ্ছেন। শুক্রবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বিডিএফ মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলাম ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার (নোয়াখালী) মাহবুবুর রহমান।