সহকারী অধ্যাপকের সাব স্পেশালিটির বিভিন্ন বিষয়ে অনুমোদিত শূন্য পদ পূরণের উদ্যোগে নিয়েছে মন্ত্রণালয়। এ জন্য ইতোপূর্বে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করা চিকিৎসকদের মধ্য থেকে আগ্রহীদেরকে নির্দিষ্ট গুগলফর্মে আবেদন করতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ শাখা) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা জারি করা হয়।
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সাবমিট করার জন্য বলা হয়।
এতে বলা হয়, সহকারী অধ্যাপকের সাব-স্পেশালিটির বিভিন্ন বিষয়ে অনুমোদিত পদ শূন্য থাকায় তা পূরণে ইতোপূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদনকৃত চিকিৎসকদের থেকে আগ্রহীদের বিষয় পরিবর্তনের মাধ্যমে পদোন্নতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগ্রহী চিকিৎসক যারা ইতোমধ্যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন দাখিল করেছেন কিন্তু মূল পদে পদোন্নতি পাননি তারা মূল বিষয়ের সাব-স্পেশালিটি বিষয়ে শূন্য পদে পদোন্নতির জন্য “গুগল ফর্মের” মাধ্যমে আবেদন সাবমিট করতে পারবেন।
বিষয় পরিবর্তনের আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করে “গুগল ফর্মের” মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে :
লিংক-1: https://forms.gle/DtDQxxhFE1iB53FP8
লিংক-২: https://rb.gy/xcva9
শর্তসমূহ:
(ক) ইতোপূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যেসব চিকিৎসক সহকারি অধ্যাপক পদে আবেদন করেছেন শুধুমাত্র তারাই এই বিষয় পরিবর্তনের জন্য আবেদন দাখিল করতে পারবেন।
(খ) বিষয় পরিবর্তনপূর্বক যে সাব-স্পেশালিটিতে আবেদন করতে চান সে বিষয়ের মূল বিষয়ে উচ্চতর ডিগ্রি/এফসিপিএস থাকতে হবে।
(গ) ইতোপূর্বে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পুনরায় আবেদন করত পারবেন না।
(ঘ) একজন চিকিৎসক একাধিক বিষয়ে বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন না।
(ঙ) নির্ধারিত সময়ের পরে আর কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না।