ধরুন হঠাৎ পেট ব্যথায় কাবু হয়ে গেলেন, কিন্তু বুঝতে পারছেন না কোন ডাক্তারের কাছে গেলে সঠিক পরামর্শ পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে আমরা প্রায়ই পড়ি। যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গের রোগের জন্য বিভিন্ন ডিগ্রি নেওয়া ডাক্তার আছেন, সেহেতু বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন আসা স্বাভাবিক। চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে শুরুতেই ভাবতে হবে যে প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন নাকি বিশেষায়িত চিকিৎসার জন্য খুঁজছেন।
যদি হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বরের সঙ্গে খিঁচুনি, হঠাৎ জ্ঞান হারানো, কোনও অঙ্গ অবশ হয়ে পড়া, প্রচুর বমি বা ডায়রিয়া, আঘাত পাওয়া বা শরীরের হাড় ভাঙা, বমি, বিষক্রিয়া ইত্যাদি হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা নিতে হবে শুরুতেই। এসব পরিস্থিতিতে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগের শরণাপন্ন হতে হবে। পরবর্তীতে চেকআপের প্রয়োজন হলে নির্দিষ্ট বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে।
এছাড়াও একটা বিষয় জানাতে চাই, দেশের বাইরে কেউ অসুস্থ হলে প্রথমেই সাধারণ ডাক্তারের (জেনারেল ফিজিশিয়ান) এর পরামর্শ নিয়ে থাকেন। তিনি প্রাথমিক উপসর্গ এবং অবস্থা দেখে সেই রোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠান বা রেফার্ড করে থাকেন। যদিও আমাদের দেশে এই রেফারেল পদ্ধতি সেভাবে নেই বললেই চলে।
বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে কোন ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নিতে। জেনে নিন কোন পরিস্থিতিতে কোন ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবেন-
সাইকোলজিস্ট
বিষণ্ণতা, অবসাদ, যে কোনো দুর্ঘটনা যা আপনার ওপর খারাপ প্রভাব ফেলেছে; এই ধরনের মানসিক রোগের চিকিৎসার জন্য আমরা একজন সাইকোলজিস্টের কাছে যাই।এটা কোনো ধরনের রোগ নয়। এটা মনের বিষণ্নতা, যা থেকে অনেকেই সময়মতো বেরিয়ে আসতে পারে না।
ইএনটি বিশেষজ্ঞ
এরা সেই বিশেষজ্ঞ যারা অনেক ধরনের সমস্যার চিকিৎসা করেন। আপনার যদি টনসিল, কানে ব্যথা, মাথা বা ঘাড়ের সমস্যা থাকে তবে আপনি ইএনটি বিশেষজ্ঞের কাছে যেতে পারেন।
নেফ্রোলজিস্ট
যে ডাক্তার কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসা করেন তাকে নেফ্রোলজিস্ট বলা হয়। এই ডাক্তাররা কিডনিতে পাথর, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যার চিকিৎসা করেন।
নিউরোলজিস্ট
শরীরের স্নায়ু, মেরুদণ্ড বা মস্তিষ্ক সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া হয়। নিউরোলজিস্টরা মাইগ্রেন, মাল্টিপল স্ক্লেরোসিস বা আলজেইমারের মতো রোগের চিকিৎসা করেন।
অঙ্কোলজিস্ট
অঙ্কোলজিস্ট একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ক্যান্সার বা কর্কট রোগ নিয়ে আলাদা করে পড়াশুনা করেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সারের চিকিৎসা করেন।
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
ছোট অন্ত্র, গল ব্লাডার বা পাকস্থলি সংক্রান্ত সব ধরনের সমস্যার জন্য আমরা একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে যেতে পারি। এই বিশেষজ্ঞ ডাক্তাররা কোলনোস্কোপি, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এন্ডোস্কোপি ইত্যাদির সাহায্যে সমস্যাটি পরীক্ষা করেন।
গাইনোকলজিস্ট
এসব বিশেষজ্ঞ চিকিৎসক নারীদের শারীরিক সমস্যার চিকিৎসা করেন। পিরিয়ড, পিসিওডি, স্তন সংক্রান্ত সমস্যা, উর্বরতা বা বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা, প্রসব, মেনোপজের মতো মহিলাদের সম্পর্কিত সমস্যাগুলোর জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়।
কার্ডিওলজিস্ট
হার্ট সংক্রান্ত সমস্যায় বিশেষজ্ঞকে হার্ট স্পেশালিস্ট বা ‘কার্ডিওলজিস্ট’ বলা হয়। এই বিশেষজ্ঞরা অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ কোলেস্টেরল, হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর মতো হার্ট সম্পর্কিত যে কোনো সমস্যায় সহায়তা করতে পারে।
এন্ডোক্রিনোলজিস্ট
অনেক সময় শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে কিছু রোগ যেমন থাইরয়েড, ডায়াবেটিস, শিশুদের বৃদ্ধির সমস্যা হয়। এই সব সমস্যার জন্য মানুষ এন্ডোক্রিনোলজিস্টের কাছে যান।
অপথালমোলজিস্ট
চোখে জল পড়া, দূরত্বে বা কাছাকাছি দৃষ্টি, চোখ ফুলে যাওয়া, চোখ লাল হওয়া, ছানি পড়া ইত্যাদি চোখের সমস্যা হলে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে।
জেনারেল ফিজিশিয়ান
জেনারেল ফিজিশিয়ান সাধারণ এবং ছোট রোগের চিকিৎসা করেন। আপনি সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য অ্যালার্জি বা যে কোনো ধরনের ভাইরাল সংক্রমণের মতো সমস্যাগুলোর চিকিৎসার জন্য একজন জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে পারেন।