যুক্তরাষ্ট্রের শিশুদের এক নম্বর স্বাস্থ্য ঝুঁকি মাত্রাতিরিক্ত ওজন বলে মনে করেন প্রাপ্ত বয়স্করা। আর দিন দিন এ সমস্যা আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে বলে তাদের অনেকের ধারণা। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
জরিপে দেখা গেছে, শতকরা ৪০ জন মার্কিনি মনে করেন শিশু কিশোরদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ওজনই সবচেয়ে বড় ঝুঁকি। এরপর রয়েছে মাদকের অপব্যবহার, ধূমপান, ইন্টারনেট নিরাপত্তা ও মানসিক চাপ।
মিশিগান ইউনিভার্সিটির সিএসমট শিশু হাসপাতালের জাতীয় জরিপ পরিচালক ডা. ম্যাথিও এম ডেভিস বলেছেন, “আমরা যদি চার বছর আগে এ জরিপ করতাম তবে মাত্রাতিরিক্ত ওজন ঝুঁকির শীর্ষে থাকতো না।”
মিশিগান ইউনিভার্সিটির জন্য এ জপিরটি করেছে নলেজ নেটওয়ার্ক ইনকর্পোরেশন। এতে ২ হাজার ৬৪ জন প্রাপ্ত বয়স্কের মতামত নেওয়া হয়।
তবে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঝুঁকির মাত্রাটিও ভিন্ন। শ্বেতাঙ্গদের কাছে ঝুঁকির শীর্ষে রয়েছে মাত্রাতিরিক্ত ওজন, এরপর রয়েছে মাদকের অপব্যবহার ও ধূমপান।
আর স্পেনীয়দের কাছে শীর্ষে রয়েছে মাদকের অপব্যবহার ও পরবর্তী ঝুঁকিগুলো হচ্ছে মাত্রাতিরিক্ত ওজন এবং ধূমপান।
অন্যদিকে কৃষ্ণাঙ্গদের মধ্যে ঝুঁকির শীর্ষে রয়েছে ধূমপান; এরপর তালিকায় রয়েছে অপরিণত বয়সে গর্ভধারণ ও মাত্রাতিরিক্ত ওজন।
গত ৩০ বছর ধরে মার্কিন শিশু কিশোরদের ওজন মাত্রাতিরিক্ত হারে বাড়ছে।