Connect with us

স্বাস্থ্য সংবাদ

তৈলাক্ত ত্বকের সাজগোজ

আপনি হয়তো সাজেন ভালো কিন্তু তৈলাক্ত ত্বকের কারণে একটু পরই হারিয়ে যায় সব উজ্জ্বলতা। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা কী করে সাজবেন, জানাচ্ছেন রেড বিউটি সেলুনের আফরোজা কামাল প্রথমেই অয়েল ফ্রি টোনার দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দিনের বেলা ফাউন্ডেশন না লাগানোই ভালো। মুখে হাল্কা পাউডারের প্রলেপ দিতে […]

Published

on

আপনি হয়তো সাজেন ভালো কিন্তু তৈলাক্ত ত্বকের কারণে একটু পরই হারিয়ে যায় সব উজ্জ্বলতা। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা কী করে সাজবেন, জানাচ্ছেন রেড বিউটি সেলুনের আফরোজা কামাল

প্রথমেই অয়েল ফ্রি টোনার দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দিনের বেলা ফাউন্ডেশন না লাগানোই ভালো। মুখে হাল্কা পাউডারের প্রলেপ দিতে পারেন বা এমন একটা বেজ নিতে পারেন, যা সারা দিন আপনাকে সতেজ রাখবে। এরপর আই-ব্রু আঁকার জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানায় এমন রং নিন। এর পর আইশ্যাডো লাগান। কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে শেড বেছে নিন। চোখ স্মোকি করতে ছাই, নীল, সবুজ, বাদামি_এসব গাঢ় রং বেছে নিন। আইশ্যাডোর রং ভালো করে ব্লেন্ড করে দিন, যেন আলাদা আলাদা বা ভাগ ভাগ হয়ে না থাকে। এর পর আই লাইনার লাগান। চোখের ল্যাশের যত কাছে থেকে আই লাইনার বা কাজল দেওয়া যায় তত ভালো। এবার চোখের নিচ দিয়ে কাজল লাগান, মাসকারা দেওয়ার আগে আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিন অথবা কার্লিং মাসকারা ব্যবহার করুন। এবার আপনি ব্লাশার লাগান। তবে দিনের বেলা ব্লাশার না লাগানোই ভালো। রাতে হলে চিক বোনের নিচ থেকে কানের দিকে ধীরে ধীরে টেনে ব্লাশারের রং গাঢ় করুন। কপালের পাশে, থুঁতনি, নাক বা কপালে ব্লাশার লাগাবেন না। ঠোঁট এঁকে নিন। ঠোঁটের আকার চিকন হলে অবশ্যই লিপস্টিক ব্রাশ ব্যবহার করুন, মোটা ঠোঁট হলে সরাসরি লিপস্টিক লাগাতে পারেন। অথবা ন্যাচারাল রঙের লিপ গ্লসও ব্যবহার করতে পারেন। দিনের জন্য সেটাই উপযুক্ত। বাইরে বের হওয়ার আগে ভালো মানের সুইট ফ্রেগর‌্যান্ট কোনো সুগন্ধি ব্যবহার করুন।

Continue Reading
Advertisement