দেশে এখনো ৫০ শতাংশ ডেলিভারি বাসায় হয় বলে জানিয়েছেন অধ্যাপক ডা. রওশন আরা বেগম। হাজার চেষ্টা করেও প্রসূতিদেরকে হাসপাতালে আনা যাচ্ছে না উল্লেখ করে অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি আরও বলেন, এতে অনেক মা ও নবজাতক জরুরি মুহূর্তে চিকিৎসা থেকে বঞ্চিত হয়।
শুক্রবার (৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্বাভাবিক ডেলিভারি বিষয়ক কর্মশালায় অধ্যাপক রওশন আরা আরও বলেন, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমাতে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে আসা নিশ্চিত করতে হবে।
ওজিএসবির সাবেক সভাপতি বলেন, যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই সিজারিয়ান ডেলিভারি করাতে হবে, তবে নরমাল ডেলিভারির বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে ওজিএসবি সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম বলেন, সিজারিয়ান ডেলিভারি কমাতে সচেতনতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, অনেক রোগীকে হাজার চেষ্টা করে সিজারের বিষয়ে না করানো যায় না। তারা সিজার করবেনই। এ ক্ষেত্রে মানুষকে সচেতন করার বিষয়ে গণমাধ্যম দায়িত্ব পালন করতে পারে।