অতি পরিচিত একটি মসলা পেঁয়াজ। রোজকার রান্নায় এ উপাদানটি না হলে যেন চলেই না। ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এই উপাদানটি কিন্তু কেবল খাবারের স্বাদই বৃদ্ধি করে না। ত্বকের যত্নেও বেশ কার্যকর এটি।
পেঁয়াজে থাকা উপকারী উপাদানগুলো ত্বকের কোষকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। ত্বকের নানা সমস্যায় তাই ব্যবহার করতে পারেন উপকারী এই উপাদানটি।
আসুন জেনে নিই ত্বকের যত্নে পেঁয়াজের কিছু ব্যবহার…
ত্বক উজ্জ্বল করতে:
অযত্ন আর অবহেলায় ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ আর প্রাণহীন। নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার ত্বকে সজীবতা ফিরে আসে। এর অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন উপাদান ত্বকের প্রাণ ফিরিয়ে আনে ঝটপট। সেসঙ্গে ত্বককে করে উজ্জ্বল।
ত্বকের দাগ দূর করতে:
পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শরীরে যেকোনো কালো দাগ, পিগমেন্টেশন কমাতে তাই এটি বেশ কার্যকর। পেঁয়াজ থেতলিয়ে কিংবা ব্লেন্ড করে রস বের করে নিন। তার সঙ্গে মেশান এক চিমটি হলুদ। এই মিশ্রণটি প্রতিদিন মুখে ম্যাসেজ করুন। ত্বকের সব দাগ দূর হয়ে যাবে।
বয়সের ছাপ কমাতে:
ত্বকে তারুণ্যের ছাপ ধরে রাখতে চান? তবে রূপচর্চায় পেঁয়াজ ব্যবহার করুন। মুখে পেঁয়াজের রস লাগালে ত্বকের কোষগুলোর রক্ত সংবহন ক্ষমতা বেড়ে যায়। যার ফলে ত্বকে ফুটে ওঠে তারুণ্যের ভাব। একটি মাঝারি পেঁয়াজ নিয়ে তার রস বের করে নিন। তুলোতে ওই রস ভিজিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে।
ব্রণ সমস্যায়:
ত্বক থেকে ব্রণ সারাতে পেঁয়াজের জুড়ি নেই। এক টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিন এক টেবিল চামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েল। এই প্যাক মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসেজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ব্যস, ব্রণ তো দূর হবেই সেসঙ্গে কমবে সংক্রমণও।
রান্নার পাশাপাশি তবে ব্যবহার করুন উপকারী এই মসলা।