নির্বাচিত

কৃত্রিম হাড় তৈরি করল ইরান

Published

on

মানব দেহের জন্য কৃত্রিম হাড় তৈরি করলো ইরান। প্রথমবারের মতো ইরান এ ক্ষেত্রে সাফল্য অর্জন করলো। ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেন।

শনিবার দেশটির রাজধানী তেহরানে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা পার্স টুডে এমন খবর প্রকাশ করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এর মধ্যেই পাঁচজন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড়ে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে দিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশিদের ইরানে আসার হারও দিন দিন বাড়ছে।

Advertisement

Trending

Exit mobile version