জেনে রাখুন, সুস্থ থাকুন

অটিজম সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

Published

on

শিশুর মানসিক বিকাশে সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে প্রতিটি বাবা-মা খুব চিন্তায় থাকেন। এখন বাবা মা অনেক সচেতন। তবে ‘অটিজম’ শব্দটি চিন্তায় ফেলে দেয় তাদেরকে। একজন শিশু বিশেষজ্ঞ বা এ ব্যাপারে অভিজ্ঞ কারো কাছে অটিজম নিয়ে প্রশ্ন করে জেনে নেয়া যায়। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার সম্পর্কে একজন শিশু বিশেষজ্ঞের কাছে জিজ্ঞাসা করার জন্য যে প্রশ্নগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে:

  • শিশুর মানসিক বিকাশে কোন সীমাবদ্ধতা আছে কিনা?
  • অটিজম হতে পারে কিনা?
  • কেন মনে হয় শিশুর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে বা নেই?
  • রোগ নির্ণয় নিশ্চিত করার কোন উপায় আছে কি?
  • যদি শিশুর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে, তাহলে এটি কতটা গুরুতর তা কিভাবে বোঝার কোন উপায় আছে?
  • সময়ের সাথে সাথে শিশুর মধ্যে কী কী পরিবর্তন দেখতে পাব বলে আশা করা যায়?
  • কী ধরণের বিশেষ থেরাপি বা যত্নের প্রয়োজন আছে?
  • কী ধরণের নিয়মিত চিকিৎসা সেবার প্রয়োজন হবে?
  • অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের পরিবারগুলোর জন্য কী ধরণের সহায়তা পাওয়া যায়?
  • অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে কীভাবে আরও জানতে পারি?
  • শিশু বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্টের সময় অন্যান্য প্রশ্ন জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। শিশু বিশেষজ্ঞ কাছ থেকে কী কী আশা করবেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত।

বিশেষজ্ঞ ডাক্তারও বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, সেগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শিশু বিশেষজ্ঞ জিজ্ঞাসা করতে পারেন:

  • কোন নির্দিষ্ট আচরণের কারণে আজ সমস্যা হয়েছে?
  • এই লক্ষণগুলো প্রথম কখন লক্ষ্য করেছিলেন? অন্যরা কি লক্ষণগুলো লক্ষ্য করেছেন?
  • এই আচরণগুলো কি সব সময় ঘটে, নাকি মাঝে মাঝেই ঘটে?
  • শিশুর কি অন্য কোন লক্ষণ আছে যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সাথে সম্পর্কিত বলে মনে হয় না, যেমন খিচুনি,পেটের সমস্যা?
  • লক্ষণগুলো কী শিশুটির জন্য ভালো বা খারাপ বলে মনে হচ্ছে?
  • শিশু ঘাড় শক্ত হয়েছিল কত মাসে,কখন প্রথমবারের মতো হামাগুড়ি দিয়েছিল, হাঁটছিল বা কথা বলেছিল?
  • শিশুর প্রিয় কিছু কার্যকলাপ কী কী?
  • শিশুটি আপনার সাথে, অন্যান্য ভাইবোনদের সাথে এবং অন্যান্য শিশুদের সাথে কীভাবে মিশে?
  • শিশুটি কী অন্যদের প্রতি আগ্রহী?
  • শিশুটি কি চোখের যোগাযোগ করে, হাসে বা অন্যদের সাথে খেলতে চায়?
  • শিশুটির পরিবারে কী অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ভাষা বিলম্ব, রেট সিন্ড্রোম, অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার, বা উদ্বেগ বা অন্যান্য খারাপ মেজাজের পারিবারিক ইতিহাস আছে?
  • শিশুটির শিক্ষা পরিকল্পনা কী? কোন স্কুলের মাধ্যমে কোন কোন সেবা পায়?

শিশু বিশেষজ্ঞ অবশ্যই শিশুটির পুরোপুরি হিস্ট্রি বা ইতিহাস জেনে তার পরবর্তী পদক্ষেপ নিবেন। যত দ্রুত ডায়াগনোসিস হবে এবং ইন্টারভেনশন দেয়া হবে (প্যারেন্ট কাউন্সিলিং, থেরাপি ও উপযুক্ত স্কুলের সেবা) তত দ্রুতই শিশুটি সমাজের মূলধারায় চলে আসতে সক্ষম হবে।

ডা. সেলিনা সুলতানা
কনসালটেন্ট: নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার  এবং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, বেটার লাইফ হসপিটাল।
প্রাক্তন অটিজম বিশেষজ্ঞ: ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।

Trending

Exit mobile version