বিবিধ

গ্যাস্ট্রিকের ব্যথা! গ্যাস্ট্রিক আর এসিডিটি কি একই রোগ ? কেন হয়?

Published

on

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। সমস্যা হচ্ছে আমাদের দেশে এই পেট ফুলে যাওয়ার সমস্যাকে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে। গ্যাস্ট্রাইটিস কিংবা গ্যাস্টিক আলসার কি? সাধারণত নাভির ওপরে পেটে ব্যথা হবে। এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এশিয়া মহাদেশের প্রখ্যাত গ্যাস্ট্রোএনটারোলজিস্ট ও হেপাটোলজিষ্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন। তিনি লিভার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। তিনি নিয়মিত রোগি দেখছেন ঢাকার তেঁজগাঁওয়ে অবস্থিত ইমপাল্ স হাসপাতালে।

Trending

Exit mobile version