পেপটিক আলসার বাংলাদেশে সবচেয়ে পরিচিত একটি রোগ৷ কেউ কেউ একে গ্যাস্ট্রিক নামে অভিহিত করেন৷ আমাদের জনগোষ্ঠীর বিশাল একটা অংশ এই রোগে ভুক্তভোগী এবং এদের মধ্যে পুরুষই বেশি৷ বিশ বছর থেকে পঞ্চাশ পর্যন্ত যে কেউ আলসারে আক্রান্ত হতে পারেন৷
আলসার হচ্ছে অন্ত্রের দেয়ালে তৈরি এক ধরনের ক্ষত, অতিরিক্ত এসিড নিঃসরণের ফলে এই ক্ষতগুলো তৈরি হয়৷ খাদ্যনালী, পাকস্থলী, ডিওডেনাম বা অন্ত্রের শুরুর কিছু অংশে আলসার হতে পারে৷ এ প্রসঙ্গে স্বাস্থ্য ডটটিভিতে (shastho.tv) কথা বলেছেন দেশের একজন মেডিসিন (পিভেন্টিভ) ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ রূপম।
ডা. ফাহিম আহমেদ রূপম। তিনি বর্তমানে সিটি স্কিন সেন্টার-এর চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগাযোগ: সিটি স্কিন সেন্টার, শান্তিনগর রোড, ঢাকা।
ফোন: +88029331205