॥ ই-হেলথ২৪ প্রতিনিধি ॥ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে গত ২৮ এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাস: মানব স্বাস্থ্যের জন্য হুমকি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। নিপাহ ভাইরাস সংক্রমণ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে সেমিনারে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আইইডিসিআর (ডিরেক্টর)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সালামত খন্দকার, সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট।