পাইলস (Piles), যা ডাক্তারি ভাষায় হেমোরয়েড (Haemorrhoid) হলো পায়ুপথে বিদ্যমান রক্তনালির কুশন যা মল নিয়ন্ত্রণে সহায়তা করে। যখন এটি কোনো ধরনের উপসর্গ তৈরি করে যেমন- মলদ্বার দিয়ে রক্তপাত বা মাংসপিন্ড মলদ্বার দিয়ে বের হয়ে আসা, তখনই আমরা একে হেমোরয়েড রোগ বলে থাকি।
অর্শ বা পাইলস হলো পায়ুপথে এবং মলাশয়ের নিম্নাংশে অবস্থিত প্রসারিত এবং প্রদাহযুক্ত শিরা। সাধারনত দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অথবা গর্ভকালীন সময়ে এই সমস্ত ধমনীর উপর চাপ বেড়ে গেলে পাইলসের সমস্যা দেখা দেয়। পাইলস বা অর্শ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। ৫০ বছরের বেশি বয়সী লোকদের মধ্যে প্রায় অর্ধেকেরই খোসপাঁচড়ার মত চুলকানি এবং রক্তপাত হয় যা থেকে পাইলসের উপস্থিতি আছে বলে ধারনা করা যায়। পাইলসের চিকিৎসায় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের (কোলোরেক্টাল সার্জন) কাছে যেতে হবে।
এ প্রসঙ্গে বিষয়ে কথা বলেছেন ডা. মো. আহসান হাবিব (এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি), এমআরসিএস (এডিনবার্গ) ইউকে, এমএস (কলোরেক্টাল সার্জারি)। ডা. মো. আহসান হাবিব লেজার সার্জারিতে জার্মানি ও ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কতর্ব্যরত রয়েছেন। এছাড়া তিনি ধানমণ্ডির লেজার কলোরেক্টাল সেন্টার এবং মিরপুর ল্যাবএইড চিকিৎসা সেবা দিচ্ছেন।
যোগাযোগ:
ডা. মো. আহসান হাবিব
রূপায়ন প্রাইম টাওয়ার (৯ম বলা), ধানমন্ডি-৭, গ্রীণরোড, ঢাকা।
সিরিয়ালের জন্য ফোন: ০১৭২১০৩৬৬৪৪।