Site icon স্বাস্থ্য ডটটিভি

মেধাবী ছাত্র সাব্বীর ক্যান্সারে আক্রান্ত, বাঁচাতে এগিয়ে আসুন

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র রকিবুল হাসান সাব্বীরের (১৪) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে।

দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সাব্বীরকে ভারতের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। জরুরী ভিত্তিতে বোনম্যারো প্রতিস্থাপন করানোর জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু সাব্বীরের মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বায়েজিদ লাইন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাব্বীর। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তার বাড়ি। তার পিতা আবুল হাসান চট্টগ্রাম ওয়াসার তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সঞ্চিত সব টাকা খরচ হয়ে গেছে। সাব্বীরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।

এমতাবস্থায় সাব্বীরের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অভিভাবকরা। মৃত্যুর পথযাত্রী সাব্বীরের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৪৩৭০২৯২৪, ০১৮২৮৮৯৬২৪৯।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- আবুল হাসান চৌধুরী, জনতা ব্যাংক লিঃ, ওয়াসা শাখা, দামপাড়া, চট্টগ্রাম, হিসাব নং ৭৪৯১(৫)।

Exit mobile version