আড়াই বছরের শিশু জাহিদের চোখে ক্যান্সার, চিকিৎসায় সহায়তা দিন

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, আড়াই বছরের শিশু মাস্টার জাহিদের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চোখে ক্যান্সার ধরা পড়েছে। সে প্রায় ৫ মাস ধরে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে তার একটি চোখ ফেলে দেয়া হয়েছে। অন্য চোখটিও ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসা দেয়া হলে এ চোখটি রক্ষা করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

তার পিতা নান্নু দেওয়ান একজন ক্ষুদ্র কলা ব্যবসায়ী। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে ইতোমধ্যে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এমতাবস্থায় মাস্টার জাহিদের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা।

একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৩৬৬৫৯৮২৯।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ নান্নু দেওয়ান, সোনালী ব্যাংক লিঃ, ফকিরাপুল শাখা, ঢাকা, হিসাব নং ৩৪০১১০৮২।

Exit mobile version