ভয়াবহ খরায় বৃটেনের জীববৈচিত্র্য হুমকিতে

নিজস্ব প্রতিবেদক: গত তিন দশকের মধ্যে ভয়াবহ খরায় বৃটেনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ছোট ছোট বুনো প্রাণি তাদের আবাসস্থলে টিকতে না পেরে অন্য এলাকায় স্তানান্তর হতে গিয়ে প্রাণ হারাচ্ছে।

 

দি গার্ডিয়ান পত্রিকা তাদের ২০ মার্চের সংস্করণে এই তথ্য জানায়।

 

 

দেশটির ওয়াইল্ড লাইফ ট্রাস্ট পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে আহবান জানিয়েছে। তারা বলেছেন, বিরল প্রজাতির প্রাণি, ব্যাঙ, পানিতে বিচরণশীল পাখি ও পানি-ইঁদুর রক্ষা করতে জরুরি ভিত্তিতে নানা উদ্যোগ নিতে হবে। তারা বলেছেন, ‘পানিপ্রবাহ কমে যাওয়ায় নদী-নালা, খাল-বিল ও ডোবা শুকিয়ে যাচ্ছে। এতে অনেক প্রাণি অকালেই প্রতিপক্ষের হাতে প্রাণ হারাচ্ছে।

 

 

তারা এই ভয়াবহ খরাকে বুনো প্রাণির জন্য গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় মাপের ট্র্যাজেডি আখ্যা দিয়েছেন।

Exit mobile version