জিবি লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সার্জারীর উদ্যোগে রাজধানীর মিরপুর-২ সংলগ্ন সনি সিনেমা হল এর নিকটস্থ জাওয়াদ টাওয়ারে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত সোমবার (২২ এপ্রিল) দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পে প্রায় অর্ধশত রোগীকে সেবা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে জিবি লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সার্জারীর প্রধান কনসালটেন্ট ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ বলেন, Implant একটি অত্যাধুনিক ও ব্যয়বহুল চিকিৎসা সেবা। এই চিকিৎসা সেবা সাধারন জনগনের দোরগড়ায় পৌছে দিতে পারবো বলে আমি আশাবাদী। সর্বোপরি সাধারণ জনগণের তথা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
ক্যাম্প পরিচালনা করেন, ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ, ডা. শাহ সাইফ জাহান, ডা. মেহেদি হাসান সোহেল, ডা. মোহাইমুল অনিক, ডা. রায়হান উদ্দিন রাজ, ডা. সৈয়দ জুবায়ের হোসেন গালিব, ডা. রুকাইয়া মিমি, ডা. প্রশা প্রিয়ন্তি, ডা. আয়মান, ডা. স্বর্গা ইয়াসমিন, ডা. রায়হান, ডা. বৃষ্টি ও ডা. টুম্পা।
উল্লেখ্য, ক্যাম্প শেষে জি.বি লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্টের উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ূন কবির বুলবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন ডা. আসুদাজ্জামান সরোয়ার, ডা. শরীফুল ইসলাম সবুজ, ডা. ইমতিয়াজ ইমরুল, ডা. নাজমুল হক সজীব, ডা. রুমণ বণিক, ডা. আসাফুজ্জোহা রাজ, ডা. আরাফাত কবীর, ডা. শাম্মী আখতার, পুলিশ পরিদর্শক মো: জিয়ায়ুল ইসলাম প্রমূখ।