স্বাস্থ্য সংবাদ

ঢাকা মেডিকেল কেবিনে অজ্ঞান পার্টি!

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কেবিনে অজ্ঞান পার্টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর গাইনি কেবিনের ৪/বি, বেডের রোগী সীমা বেগমকে (২২) দেখাশুনা করেন তার মা খাদিজা বেগম (৫০)। গত মঙ্গলবার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা কেবিনে ঢোকে। তারা তখন ঘুমিয়ে ছিলেন। অজ্ঞান পার্টির সদস্যরা ওই দু’জনকে অজ্ঞান করে ২টি মোবাইল ফোন সেট, ১৫ হাজার ৭শ’ […]

Published

on

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কেবিনে অজ্ঞান পার্টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর গাইনি কেবিনের ৪/বি, বেডের রোগী সীমা বেগমকে (২২) দেখাশুনা করেন তার মা খাদিজা বেগম (৫০)। গত মঙ্গলবার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা কেবিনে ঢোকে। তারা তখন ঘুমিয়ে ছিলেন।

অজ্ঞান পার্টির সদস্যরা ওই দু’জনকে অজ্ঞান করে ২টি মোবাইল ফোন সেট, ১৫ হাজার ৭শ’ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। সীমা বেগমের মামা আলী আশ্রাফ গতকাল সকালে কেবিনে ঢুকে দু’জনকে ঘুমাতে দেখে হাসপাতালের সংশ্লিষ্টদের জানান। অচেতন দু’জনকে হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Trending

Exit mobile version