ঢাকা ঘোষণায় থাকছে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ২০ দফা প্রস্তাবনা : কাল কলম্বো প্রসেসের সম্মেলন শুরু

■ ইহেলথ২৪ ডটকম ডটবিডি ডেস্ক
জনশক্তি প্রেরণকারী দেশগুলোর সংস্থা কলম্বো প্রসেসের তিন দিনের সম্মেলন আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। কর্মকর্তাপর্যায়ের বৈঠক দিয়ে সম্মেলনের শুরু হলেও বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে মন্ত্রীপর্যায়ের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ঢাকা ঘোষণায় থাকছে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ২০ দফা প্রস্তাবনা। প্রবাসীকল্যাণ সচিব জাফর আহমেদ খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে সম্মেলনকে সামনে রেখে গতকাল রাজধানীর একটি হোটেলে ‘প্রিকলম্বো প্রসেস কনসালটেশন মিটিং অন অ্যাড্রেসিং দ্যা হেলথ চ্যালেঞ্জ ফর এশিয়ান মাইগ্রেশন ওয়ার্কার্স’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরত আনাসহ সার্বিক বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন।

সূত্র জানায়, কলম্বো প্রসেসের রীতি অনুযায়ী সম্মেলনের প্রথমদিন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে প্রসেসের সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাপর্যায়ের বৈঠক। পরদিন থেকে শুরু হবে কলম্বো প্রসেসের মন্ত্রীপর্যায়ের বৈঠক। জ্যেষ্ঠ কর্মকর্তাপর্যায়ের বৈঠকে স্বাগত বক্তব্য রাখবেন প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

বুধবার মন্ত্রীপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আইওএমের মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াস ল্যাসি সুইং, প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান।

Exit mobile version