ঈশ্বরদীর এক ক্লিনিকে সন্ত্রাসীদের তালা

পাবনা জেলার ঈশ্বরদীতে ইসলামিয়া কমিউনিটি হাসপাতাল নামের সেই ক্লিনিকে এবার তালা ঝুলিয়েছে সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা হাসপাতালের ফটকে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এর আগে এ ক্লিনিকে একের পর এক প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বুধবার অস্ত্রোপচার কক্ষ সিলগালা করে দেওয়া হয়। পাবনার সিভিল সার্জন ডা. গাজীউল আলম জানান, ওই ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে অব্যবস্থাপনা ও অন্যান্য ত্রুটির প্রমাণ পেয়ে তা সিলগালা করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার দুপুর থেকে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়। হাসপাতালের পরিচালনা পর্ষদের একজন পরিচালক নাম না প্রকাশের শর্তে বলেন, বহির্বিভাগ খোলার অনুমতি পাওয়া গেলেও চিকিৎসক ও কর্মকর্তা না আসায় হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। হাসপাতালের পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক এস এম আবদুল্লাহ বলেন, চিকিৎসক ও কর্মকর্তারা না আসায় গতকাল সকাল থেকেই কয়েকজন কর্মচারী হাসপাতালের বাইরে বসে ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় দুই যুবক মোটরসাইকেলযোগে এসে হাসপাতালের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।

Exit mobile version