মেহেদি ব্যবহারে টিপস

– মেহেদি রাতে দিলে সকালে তার রংটা বেশি ভালো লাগবে।
– বাটা মেহেদির সঙ্গে কফি মিশিয়ে দিলে রং গাঢ় হবে।
– টিউব মেহেদি দেওয়ার আগে হাতে একটু লাগিয়ে দেখুন এলার্জি হয় কি না।
– দেওয়ার এক-দুই দিন পর অনেকের মেহেদি জায়গায় জায়গায় উঠে যায় বা হালকা হয়। সে ক্ষেত্রে মেহেদি উঠিয়ে হাতে হালকা সরিষার তেল মেখে নিতে পারেন।
– টিউব মেহেদি শুকিয়ে গেলে ঘসে তুলে ফেলুন, সম্ভব হলে পরবর্তী ৬ ঘণ্টা পানি লাগাবেন না। এতে রংটা ভালো হবে।
– মেহেদি টিউব কেনার সময় ভালো কোম্পানি দেখে কিনুন।

Exit mobile version