পুরুষের একান্ত দুর্বলতা

■ ডা. একেএম মাহমুদুল হক
ইদানীং পুরুষের যৌন সমস্যা যা একান্ত দুর্বলতা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। উঠতি বয়সের যুবকদের মধ্যে এ প্রবণতা বেশি। যে কারণে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। এ সমস্যাটির নাম হল পুরুষত্বহীনতা।
প্রকৃত অর্থে এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকেই বুঝায়। মূলত একে তিনভাগে ভাগ করা যায়। যথা-
■ ইরেকশন ফেইলিউর : অর্থাৎ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
■ পেনিট্রেশন ফেইলিউর : অর্থাৎ যোনিদ্বার ছেদনে ব্যর্থতা।
■ প্রি-ম্যাচুর ইজাকুলেশন : অর্থাৎ সহবাসে স্থায়িত্বের অভাব।
প্রধান কারণগুলো হল-
■ বয়সের পার্থক্য
■ পার্টনারকে অপছন্দ (ত্বক, দেহ সৌষ্ঠব ও মুখশ্রী), দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ
■ ডায়াবেটিস
■ সিফিলিস
■ দেহ সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা
■ যৌনরোগ বা এইডস ভীতি
■ নারীর ত্র“টিপূর্ণ যৌনাঙ্গ
■ সেক্স এডুকেশনের অভাব।
পরীক্ষা
বৈজ্ঞানিক সফল চিকিৎসার মূলভিত্তি হলÑ ল্যাব পরীক্ষা। যথাÑ
■ রক্তের সুগার
■ ভিডিআরএল ও টিপিএইচ এইচবিএসএজি
■ রক্তের হরমোন এনালাইসিস ইত্যাদি।
দেখা যায়- উঠতি বয়সের যুবকরা হাতুড়ে ডাক্তারের খপ্পরে পড়ে বা স্বেচ্ছায় বিভিন্ন হরমোন ইনজেকশন নেয় অথবা ভুয়া ওষুধ সেবন করে। এটি মোটেই কাম্য নয়। কারণ এর পার্শ্বক্রিয়ায় শেষ পর্যন্ত সত্যিকার পুরুষত্বহীনতার সম্ভাবনা দেখা দেয়। যা থেকে পরবর্তী সময়ে আরোগ্য লাভ অসম্ভব হয়ে ওঠে।

লেখক : ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ৯৩৪২৮৭৬

Exit mobile version