প্রধান খবর

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের গেজেট জারি

Published

on

সরকার ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট জারি করেছে। বুধবার এ গেজেট প্রকাশ করা হয়।

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, ১৯৯৯ সালের পুরোনো আইন রহিত করে অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিস্থাপনের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করতেই এই যুগোপযোগী বিধান প্রণয়ন করা হয়েছে।

আগের আইনের বিধান অপ্রতুল হওয়ায় ব্যবসায়িক উদ্দেশ্যে অঙ্গের ব্যবহার রোধ, অবৈধ পাচার প্রতিহত করা এবং প্রতিস্থাপন প্রক্রিয়া সহজ করতে অধ্যাদেশটি জারি করা হয়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ ঘোষণা করেন।

এর আগে গত ১৭ জুলাই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বহু মানুষের কিডনি ও কর্ণিয়া প্রতিস্থাপনের প্রয়োজন পড়লেও পুরোনো আইন আপডেট না থাকায় প্রক্রিয়াটি কঠিন ছিল। নতুন অধ্যাদেশে অঙ্গ প্রতিস্থাপন এখন সহজতর হবে।

Advertisement

তিনি আরও বলেন, আগে কেবল খুব কাছের আত্মীয় যেমন বাবা–মা, ভাই–বোন অঙ্গ দান করতে পারতেন। এবার ভাতিজা ও ভাগিনাকেও অঙ্গ দাতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— অর্থাৎ দাতা পরিধি বিস্তৃত হয়েছে।

প্রেস সচিবের মতে, নতুন আইন কার্যকর হলে বাংলাদেশেই অধিকাংশ কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্ভব হবে, বিদেশে যাওয়ার প্রয়োজন কমবে। এটি দেশের স্বাস্থ্যসেবার জন্য এক যুগান্তকারী অগ্রগতি।

Trending

Exit mobile version