নির্বাচিত

৫ দফা দাবিতে শজিমেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা

Published

on

৫ দফা দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেকে) ও হাসপাতালে রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।

‘স্বাস্থ্যখাতের অধঃপতন এর প্রতিবাদস্বরূপ কমপ্লিট শাটডাউন কর্মসূচি’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সারাদেশের সকল মেডিকেল কলেজের সাথে সামঞ্জস্য রেখে তথা একাত্মতা পোষণ করে ২৫ তারিখের রায় এবং ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৩/০২/২৫, রোববার সকাল ১০টা হতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা, ওয়ার্ডসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিচ্ছে।”

একই বিজ্ঞপ্তিতে আগামীকালের (রোববার, ২৩ ফেব্রুয়ারি) কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকালে ফিরিঙ্গির মোড়ে অবস্থান নিবেন চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। সেইসাথে সকাল ১০.০০ ঘটিকা থেকে কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভ কর্মসূচিও আরম্ভ হবে।

Trending

Exit mobile version