স্বাস্থ্য সংবাদ

ক্যান্সারের কাছে হার মানলেন অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না

Published

on

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের বিশিষ্ট চর্মরোগ ও লেজার থেরাপি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না। দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে লড়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

সদ্য প্রয়াত অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ছিলেন অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি।

সবশেষ তিনি ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে ছিলেন।

ডা. জিনাত মেরাজের মৃত্যুতে ডার্মাটোলজিতে নিখুঁত চিকিৎসা দেওয়ার একজন চিকিৎসক হারালো বাংলাদেশ।

Trending

Exit mobile version