স্বাস্থ্য সংবাদ

দেশে বছরের ব্যবধানে তালাকের হার দ্বিগুণ, পাঁচ বছরে সর্বোচ্চ

Published

on

দেশে বর্তমানে তালাকের হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এক বছরের ব্যবধানে এ হার বেড়ে দ্বিগুণ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে এ প্রতিবেদন প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

Advertisement

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশে প্রতি হাজারে তালাকের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪ শতাংশ; যা আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। আর ২০২০ সালে ছিল শূন্য দশমিক ৮ শতাংশ। সে হার ২০১৮ সালে ছিল শূন্য দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে শহরের তুলনায় গ্রামে তালাকের হার বেড়েছে বেশি। শহরে ২০২২ সালে প্রতি হাজারে তালাকের হার ১টি। এ সময় গ্রামে তালাকের হার ১ দশমিক ৫ শতাংশ।

২০২১ সালে এ হার ছিল গ্রামে শূন্য দশমিক ৮ এবং শহরে শূন্য দশমিক ৫ শতাংশ।

Trending

Exit mobile version