আম পাতা ও আঠিঁর নানা গুনাগুন

আম পাতা ও আঠিঁর নানা গুনাগুন
আম পাতা ও আঠিঁর নানা গুনাগুন
॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  আম পাতা ও কান্ডে অনেক গুন রয়েছে যা আমাদের বিভিন্ন রোগে বেশ উপকারী। চলুন জেনে নিই এমন সব উপকারের নাম-

১) কঁচি আমপাতা ও জামপাতার রস ২-৩ চা-চামচ করে খেলে আমাশয় ভালো হয়ে যায়।

২) আমপাতা ৩-৪টি ২ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে তা দিনে তিনবার খেতে হবে।

৩) আমপাতা চিবিয়ে তা দিয়ে দাঁত মাজলে অকালে দাঁত পড়া দূর করে।

৪) আগুনে পুড়ে গিয়ে ঘা হলে আমপাতার পোড়া ছাই ঘিয়ের সঙ্গে মিশিয়ে লাগালে পোড়া ঘা শুকিয়ে যায়।

৫) কচি আমের আটির শাঁস থেঁতো করে পানিতে ভিজিয়ে ছেঁকে নিয়ে সেই পানি চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ হবে।

Exit mobile version