Site icon স্বাস্থ্য ডটটিভি

ফোসকা পড়লে কী করবেন

কোথাও ফোসকা পড়লে সেটি ভাঙতে বা গলাতে না যাওয়াই উচিত। ফোসকাটি নিজে নিজে শুকিয়ে যেতে সময় দেওয়াই সবচেয়ে ভালো। যদি তা না শুকায়, তবে ফোসকার তলদেশ ছোট সুই দিয়ে ছিদ্র করে ভেতরের পানি বের করে দিতে পারেন। সুইটি অবশ্যই আগুনের শিখায় বা এন্টিসেপটিক লোশনে ডুবিয়ে জীবাণুমুক্ত করে নেবেন।

Exit mobile version