কোভিড ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করার ১৪ দিন অতিবাহিত হলে বিদেশ হতে আগত যাত্রীদের করোনা টেস্ট ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে বলে মত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি ৫৬তম সভা অনুষ্ঠিত হয়।
বহির্গামী যাত্রীদের ক্ষেত্রে বর্তমানে পৃথিবীর কোন কোন দেশে প্রবেশের জন্য আরটি পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক নয়। এ অবস্থায় সকল বহির্গামী যাত্রীদের জন্য বাধ্যতামূলক না করে, যে দেশে যাবেন অথবা যে এয়ারলাইন্সে ভ্রমণ করবেন, তাদের চাহিদা অনুয়ায়ী আরটি পিসিআর টেস্টের বিধান রাখার পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। তবে যাত্রীর কাছে তার কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির সনদ থাকা বাধ্যতামূলক করা প্রয়োজন। এয়ারলাইন্সসমূহ এ সংক্রান্ত প্রমাণাদি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে পারে।
সংক্রমণের হার বর্তমানের নিম্নমুখী হওয়ার আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতির আরো উন্নতি হলে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দেওয়া হয়। এ সময় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করা হয়।