হাটু ব্যথা কেন হয়, চিকিৎসা কী?

দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গিয়ে যে প্রধান সমস্যা দেখা যায় তা হল, হাঁটুতে ব্যথা। এটি একটি বার্ধক্যজনিত রোগ। এছাড়াও মহিলারা সাধারনত ৪০ বছরের পর ঋতুচক্র বন্ধ হয়ে যাবার পর হরমোনের তারতম্যের কারনে অস্থি কনিকা ক্ষয় প্রাপ্ত হয়ে এই রোগ দেখা দেয়। তাছাড়াও খেলোয়াড়দের খেলার সময় অসম অবস্থানের কারনে, আঘাত পেলে অথবা মচকে গেলে হাঁটুতে ব্যাথা হবে পারে। এ প্রসঙ্গে কথা বলেছেন অর্থোপেডিক স্পেশালিস্ট অধ্যাপক ডা: পারভিজ শাহীদি। তিনি ইমপালস হাসপাতালের কনসাল্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Exit mobile version