ত্বকের যত্ন, মুখের পরিচর্যা, রূপ লাবণ্য,সুস্থ সুন্দর শরীর যেমন দারকার তেমন মাথার ত্বক ও চুলকে সুন্দর রাখা দরকার। প্রকৃত পক্ষে মাথার চুল ঝরে পরাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চুল পড়া একটি সাধারণ সমস্যা। নারী-পুরুষ উভয়েরই চুল পড়ে। তবে মাত্রাতিরিক্ত চুল পড়লে এবং বিষয়টি টাকের পর্যায়ে চলে গেলে চিকিৎসা নেওয়া প্রয়োজন। যেসব কারণে চুলের সমস্যা বা ক্ষতি হয় তার মধ্যে মানসিক চাপ, ঔষধের প্রভাব, দূষণ এবং অনিয়মিত খাদ্যতালিকা ইত্যাদি প্রধান । স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চুল সবারই কাম্য।
স্বাস্থ্য টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি সিটি স্কিন কেয়ারের প্রধান কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাথার চুল কেন পড়ে যাচ্ছে? চুল পড়া নিয়ে চিন্তিত? জেনে নিন চিকিৎসা কি
Best Dermatologists/Skin Specialist in Dhaka, Bangladesh
অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
প্রধান কনসালটেন্ট, সিটি স্কিন কেয়ার, শান্তিনগর, ঢাকা
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
যোগাযোগ: সিটি স্কিন সেন্টার, শান্তিনগর রোড, মালিবাগ, ঢাকা।
ফোন: +88029331205, 01724-261892