Site icon স্বাস্থ্য ডটটিভি

লিভার সিরোসিসের লক্ষণ

লিভার সিরোসিসের রোগী বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিকভাবে এই রোগের তেমন কোনো লক্ষণ দেখা না গেলেও রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছালে শরণাপন্ন হওয়া জরুরি।

লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণগুলো হলো: দুর্বলতা, ক্লান্তি, দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া, পেটের ডান পাশে ব্যথা, জ্বর জ্বর ভাব, ঘন ঘন পেট খারাপ হওয়া ইত্যাদি।

অ্যাডভান্সড লিভার সিরোসিসের লক্ষণগুলো হলো, পায়ে-পেটে পানি আসা, জন্ডিস, জ্ঞান হারানো, রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, ফুসফুসে পানি আসা, কিডনির কার্যক্ষমতা হারানো, শরীরের যেকোনো জায়গা থেকে অতিরিক্ত এবং নিয়ন্ত্রণবিহীন রক্তপাত।

Exit mobile version