০৬ মাস বয়সী শিশু, ডায়্যাপার ঢাকা স্থানে র্যাশ দেখা দেওয়াতে নিয়ে আসা। শিশুর জ্বর, বমি, সর্দি-কাশ, ডায়রিয়া এ ধরনের কোনো উপসর্গ নেই। ১ সপ্তাহ পূর্বে তীব্র ডায়রিয়ায় ভুগে ইমার্জেন্সিতে দেখানো হয়েছিল, বর্তমানে তা সেরে গেছে। শিশুকে পরীক্ষা করে দেখা যায় শিশুর পাছা, পেটের নিম্নভাগ, যৌনাঙ্গ জুড়ে লালচে চোপ চোপ র্যাশ। তবে দুই উরুর ভাঁজে তেমন কোনো দাগ নেই। অন্যান্য শারীরিক পরীক্ষা স্বাভাবিক।
রোগ তথ্য
ড্যারাপার ডারমাইটিস শিশুর প্রথম বছরে দেখা যাওয়া ত্বকের অন্যতম অসুখ। প্রথম কয়েক মাস বয়সে বা ৯-১২ মাস বয়সের দিকে অধিক হারে দেখা যায়। ড্যায়াপার পরানোর কারণে শিশুর মূত্র ও মল একসাথে মিশে গেলে ত্বকের সে স্থানে প্রতিক্রিয়া হয় এবং মলদ্ধার- যৌনাঙ্গ ঘিরে র্যাশ তৈরি হয়। এরি মাঝে সময়ে সময়ে আন্ত্রিক অসুখ, এন্টিবায়োটিক ঔষধ খাওয়ানো বা মুখে ঘা দেখা দেওয়ার ইতিহাস মেলে।
ব্যবস্থাপনা
* ডায়্যাপার ব্যবহৃত স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শুকনো রাখা
* শিশুর মল যেন আলতোভাবে জল বা জল ও অল্প ক্ষার যুক্ত সাবান দিয়ে পরিষ্কার করা হয়। ঐ স্থান বেশি ঘষাঘষি করা হলে বা ক্ষার সাবান ব্যবহার করা হলে তা আরো বেশি দগদগে হয়ে যায়।
* রাতে ঘুমানোর সময় ডায়্যাপার না পরানো।
*চিকিৎসকের পরামর্শমতো অয়েন্টমেন্ট বা ক্রিম এর ব্যবহার, প্রয়োজনে এন্টিফানগ্যাল ক্রিম ব্যবহার করা।