পুরুষদের যৌন সমস্যার কারণ, প্রতিকার ও চিকিৎসা- পুরুষদের স্বাস্থ্য সমস্যা

পুরুষত্বহীনতা হলো পুরুষের জীবনের একটি জটিল যৌন সমস্যা। একে জটিল বলার কারণ এটি পুরুষকে যৌনমিলন থেকে বিচ্যুত করে ফেলে। যখন কোনো পুরুষের লিঙ্গ সময় মত অর্থাত্‍ যৌনমিলনের সময় উত্তেজিত হয়ে উঠে না তখন তাকে ইরেকটাইল ডিসফাংশন বলে। এর ফলে লিঙ্গ সঠিক মাত্রায় যৌনমিলনের জন্য উপযুক্ত হয়ে উঠে না । পুরুষদের যৌন সমস্যা ও চিকিৎসা – যৌন সমস্যার স্থায়ী সমাধান – দ্রুত বীর্যপাত রোগের স্থায়ী চিকিৎসা নিয়ে কথা বলেছেন চর্ম এলার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. রহমত উল্লাহ সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম এলার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অরোরা স্কিন এন্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট এর কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। যোগাযোগ: ৫৫/২, ইউনিয়ন হাইটস ( লেভেল -৪), পশ্চিম পান্থপথ, ঢাকা – ১২০৫।

https://www.youtube.com/watch?v=W7NnGlXT_8o

Exit mobile version