দাউদ কেন হয়? ত্বকে ফাঙ্গাস বা দাউদ হলে করণীয় ও চিকিৎসা

দাউদ কেন হয়? | ত্বকের সংক্রমণ ফাঙ্গাস দাদ বা দাউদ চর্ম রোগের ঘরোয়া চিকিৎসা | home remedy of ringworm infection – শরীলে ছৌদ বা ছুলি রোগ কেন হয়? স্কিন ইনফেকশন বা ত্বকের সংক্রমণ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত চর্মরোগ বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে।

এ সবই সাধারণত সবার কাছে পরিচিত। ত্বক বা ত্বকের খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন, প্যারনাইকিয়া, স্ক্যাবিজ জাতীয় নানা ধরনের ত্বকের অসুখ হয়ে থাকে ৷ আবহাওয়ার কারণে ত্বক বা ত্বকের খোসপাঁচড়া, ছত্রাক সংক্রমণ, স্ক্যাবিস-জাতীয় ত্বকের নানা ধরনের অসুখ হয়ে থাকে। বিষয়টি নিয়ে কথা বলেছেন চর্ম এলার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন ডা. মো. রাশিদুল হাসান। তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম এলার্জি ও যৌনরোগ বিভাগের সহযোগি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাজধানীর অরোরা স্কিনের কানসালট্যান্ট হিসেবে দায়িত্বপালন করছেন।

 

Exit mobile version