জেনে রাখুন, সুস্থ থাকুন

বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়!

Published

on

প্রচলিত একটা ধারণা আছে বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়। বারবার ন্যাড়া করলেই ভালো চুল গজাবে এ কথাটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।

বিশেষজ্ঞরা বলেন, চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার ওপরে চুলের যতটুকু অংশ আছে, কেবল সেটুকুই ফেলে দিচ্ছেন। এর ফলে আপনার হেয়ার ফলিকলের স্বাস্থ্যোন্নতি হওয়া সম্ভব নয়। চুলের স্বাস্থ্যে জিন বা বংশগতির ধারার ভূমিকা সবচেয়ে বেশি। তাই বাচ্চাকে যত বারই ন্যাড়া করুন না কেন, সে পরিবারের অন্য সবার মতোই চুলের ধারা পাবে।

মাথা ন্যাড়া করার পর একটু লক্ষ্য করলেই দেখা নতুন চুল যখন গজালো সেই একই ধরনের চুল হলো।

এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই। তবে তিন-চার মাস পরপর চুলের আগা কেটে ট্রিম করিয়ে নিলে চুল সুন্দর থাকে।

Trending

Exit mobile version